রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।
আহতদের মধ্যে অনেককে জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল সূত্রে জানা যায়, শুধু জাতীয় বার্ন ইনস্টিটিউটেই ৬৫ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অনেকের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।
জানা যায়, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র কয়েক মিনিট পর, দুপুর সোয়া ১টার দিকে এটি মাইলস্টোন স্কুল ভবনের ওপর বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত চলছে।