শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার

Date: 2025-07-22
news-banner
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।"

এর আগে আজ দুপুরের পর থেকেই রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি জানায়। বিক্ষোভের কারণে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ফলে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেয় এবং স্লোগানে স্লোগানে সচিবের অপসারণ ও শিক্ষানীতি সংস্কারের দাবি জানায়।
image

Leave Your Comments