তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রতীক্ষিত এই ম্যাচ।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। রোববার প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৭ উইকেটের জয় তুলে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন দল। সেই ম্যাচে ব্যাটে-বলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে টাইগাররা।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানের জন্য এটি বাঁচা-মরার লড়াই। হারলেই সিরিজ হাতছাড়া।
প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটারদের ওপর আজও ভরসা রাখবে দল। বোলাররাও ছিলেন শৃঙ্খলিত, যা ধরে রাখতে হবে দ্বিতীয় ম্যাচেও।
ম্যাচ ঘিরে মিরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।