ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যামাইকার স্যাবিনা পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বর্ণাঢ্য ক্যারিয়ারে রাসেল খেলেছেন ৮৪টি টি-টোয়েন্টি ও ৫৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। টি-টোয়েন্টি ফরম্যাটে ১,০৭৮ রান ও ৬১ উইকেট এবং ওয়ানডে ক্রিকেটে ১,০৩৪ রান ও ৭০ উইকেট সংগ্রহ করেছেন এই মারকুটে অলরাউন্ডার। ২০১০ সালে একমাত্র টেস্ট ম্যাচেও খেলেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে রাসেল বলেন,
“ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলা ছিল আমার জীবনের গর্বের। আমি সবসময় দেশকে প্রতিনিধিত্ব করতে চেয়েছি সর্বোচ্চ উৎসাহ ও আন্তরিকতা দিয়ে। আজ আমি সরে দাঁড়ালেও ভবিষ্যতের প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে চাই।”
শেষ ম্যাচে রাসেল ঝড়ো ইনিংস খেলেন। মাত্র ১৫ বলে ৩৬ রান করেন তিনি, যার মধ্যে ছিল ছয়টি বিশাল ছক্কা ও দুটি চার। ম্যাচ শুরুর আগে সতীর্থরা তাকে ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানান, আর মাঠ ছাড়ার সময় পুরো গ্যালারি দাঁড়িয়ে তাকে বিদায় জানায়।
রাসেলের কোচ ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি বলেন,
“রাসেল শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন যোদ্ধা। কঠিন সময়েও দলের পাশে থেকেছেন এবং পারফরম্যান্সের মাধ্যমে অনেক ম্যাচে ম্যাচ জয়ী অবদান রেখেছেন।”
দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১২ ও ২০১৬) জয়ী এই অলরাউন্ডার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানা গেছে।
আন্দ্রে রাসেল তাঁর বিদায়ী ম্যাচে প্রমাণ করে গেলেন, ব্যাট হাতে এখনও আগুন ঝরাতে পারেন। আন্তর্জাতিক মঞ্চে তার অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য বড় এক শূন্যতা তৈরি করবে, তবে তাঁর রেখে যাওয়া স্মৃতি ও অনুপ্রেরণা নতুন প্রজন্মকে এগিয়ে যেতে সাহায্য করবে।