রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

Date: 2025-07-24
news-banner
রাশিয়ার পূর্বাঞ্চলীয় অ্যামুর অঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। বিমানটিতে প্রায় ৪৯ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।

রাশিয়ার জরুরি সেবাদাতা সংস্থাগুলো জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সোভিয়েত যুগের তৈরি আন্টোনভ An-24 মডেলের। এটি ব্লাগোভেশচেনস্ক থেকে টিন্দা যাচ্ছিল। টেক-অফের কিছুক্ষণ পর থেকেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরে উদ্ধারকারী দল দুর্গম পাহাড়ি বনাঞ্চলে বিমানটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ খুঁজে পায়।

প্রাথমিক খবরে জানা গেছে, বিমানে ৪৩ থেকে ৪৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের সবাই দুর্ঘটনাস্থলেই মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করছিল। সে সময়ই এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলটি এতটাই দুর্গম যে উদ্ধারকারী দলকে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে এবং অনেক এলাকায় পায়ে হেঁটে পৌঁছাতে হয়েছে।

এ দুর্ঘটনার পর রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ব্ল্যাকবক্স উদ্ধার ও কারিগরি ত্রুটির সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ১৯৭০-এর দশকে নির্মিত An-24 বিমানটি এখন অনেকটাই পুরোনো, এবং প্রযুক্তিগত ত্রুটি বা রক্ষণাবেক্ষণের ঘাটতি এ দুর্ঘটনার একটি বড় কারণ হতে পারে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় রাশিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থানীয়ভাবে শোকপ্রকাশ করা হয়েছে।
image

Leave Your Comments