পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগেই সিরিজ নিজেদের করে নেওয়ায় এটি কার্যত টাইগারদের জন্য একটি নিয়মরক্ষার ম্যাচ হলেও আজ জয় পেলে ইতিহাস রচনা করবে লিটন কুমার দাসের দল। কারণ, এই প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে।
তৃতীয় ও শেষ ম্যাচে বড় রদবদল করেছে টাইগাররা। আজ বিশ্রামে রাখা হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।