চোরাচালান সন্দেহে গুলি: বিএসএফ-এর হাতে প্রাণ গেল ২ যুবকের, ফেনী সীমান্তে উত্তেজনা

Date: 2025-07-25
news-banner

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আফছার নামে আরও একজন আহত হন।


নিহত মিল্লাত হোসেন বাসপদুয়া গ্রামের ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্লাত ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিল্লাতকে মৃত ঘোষণা করেন।


এদিকে এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে মাদক ও চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করেই এই গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তারা আরও জানান, লিটন নামে আরও একজন নিহত হয়েছেন, তবে তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।


ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

image

Leave Your Comments