ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া

Date: 2025-07-26
news-banner
টিম ডেভিডের ঝড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ২৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে টেস্ট সিরিজের পর টি–টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে। ৫ ম্যাচের সিরিজে ৩–০ ব্যবধানে এগিয়ে থাকায় বাকি দুটি ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা অস্ট্রেলিয়ার জন্য।

আজ (২৬ জুলাই) সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে ব্রিসবেনে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং ৩৮ বলে ৬২ রান করেন। অপর প্রান্তে শাই হোপ খেলেন অবিশ্বাস্য এক ইনিংস—মাত্র ৫৭ বলে অপরাজিত ১০২ রান, যাতে ছিল ৮টি চার ও ৬টি ছক্কার মার। নির্ধারিত ২০ ওভারে তারা তুলেছিল ৪ উইকেটে ২১৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হয় অস্ট্রেলিয়া। তবে মূল ধাক্কাটা দেন টিম ডেভিড। ৩৭বলে ১০২ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৬টি চার ও ১১টি বিশাল ছক্কা। তাঁকে দারুণ সঙ্গ দেন ওয়েন, যিনি ১৮ বলে করেন ৩৬*। মাত্র ১৬.১ ওভারেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন টিম ডেভিড।
image

Leave Your Comments