আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার মাস পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে জায়গা হয়নি দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা, আর ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করবেন মোহাম্মদ রিজওয়ান—এমনটাই প্রত্যাশিত ছিল। দীর্ঘদিন দলের বাইরে থাকা হারিস রউফ ও হাসান আলিও ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।
বর্তমান পাকিস্তান টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ সাইম আয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, হাসান নওয়াজ ও অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ স্কোয়াডে রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল। সিরিজটি নতুন মুখ পরীক্ষা ও দলের ভারসাম্য খুঁজে পাওয়ার বড় সুযোগ হিসেবে দেখছে পিসিবি।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে দল
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।