বিএনপির ২০২৪ সালে আয় ১৫ কোটি, ব্যয় প্রায় ৫ কোটি

Date: 2025-07-27
news-banner
২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয় করেছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় করেছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। এতে দলটির উদ্বৃত্ত হয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) দলের আর্থিক বিবরণী জমা দেওয়ার পর এসব তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি জানান, দলের আয়ের উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয় হয়েছে ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং লিফলেট-পোস্টার ছাপানোর খাতে।
image

Leave Your Comments