জুলাই সনদের খসড়া আগামীকাল যাবে রাজনৈতিক দলগুলোর কাছে: আলী রীয়াজ

Date: 2025-07-27
news-banner
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামীকাল (২৮ জুলাই) সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হবে।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি বলেন, “কমিটমেন্টের জায়গাগুলোর একটি খসড়া প্রস্তুত করেছে কমিশন, যা দলগুলোর বিবেচনার জন্য পাঠানো হবে।”

তিনি আরও জানান, খসড়া নিয়ে কমিশনে আর আলাদা আলোচনা হবে না, তবে মৌলিক কোনো আপত্তি উঠলে তা বৈঠকের ফ্লোরে আনা হতে পারে।

আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে বলেও জানান তিনি। আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করেন, এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হবে।
image

Leave Your Comments