ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টেস্টে বড় পরাজয়ের মুখে ছিল ভারত। প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে জো রুট (১৫০) ও বেন স্টোকসের (১৪১) জোড়া সেঞ্চুরিতে ৬৬৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।
৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ভারত শুরুর দিকেই ২ উইকেট হারিয়ে পড়ে চাপে। তবে এরপর অধিনায়ক শুভমান গিল (১০৩), লোকেশ রাহুল (৯০), ওয়াশিংটন সুন্দর (১০১*) ও রবিন্দ্র জাদেজা (১০৭*) দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল।
রাহুল ও গিলের ১৮৮ রানের জুটি দলের ভিত গড়ে দেয়। এরপর গিলের সেঞ্চুরির পর ওয়াশিংটন ও জাদেজার মধ্যে ২০৩ রানের অপরাজিত জুটি ম্যাচে ভারসাম্য ফিরিয়ে আনে।
ফলাফল—৪ উইকেটে ৪২৫ রান করে ম্যাচ ড্র করে ভারত, নিশ্চিত করে সিরিজে টিকে থাকা।