অস্ট্রেলিয়ার দাপট: ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ ব্যবধানে ক্লিন সুইপ

Date: 2025-07-29
news-banner
টেস্ট হোক বা টি-টোয়েন্টি—কোনো সংস্করণেই প্রতিরোধ গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টেস্টের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হার মানতে হলো ক্যারিবিয়ানদের। ব্রিসবেনে সিরিজের শেষ ম্যাচেও ৩ উইকেট ও ১৮ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। ফলে পুরো সফরে ৮-০ ব্যবধানে একচেটিয়া জয়ে সিরিজ শেষ করল সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া, তবে মিডল অর্ডারের দৃঢ়তায় জয় নিশ্চিত করে মিচেল মার্শের দল। ম্যাচ শেষে মার্শ বলেন, "৫-০ জয়ের আশা করিনি, তবে সবাই দারুণ খেলেছে।"

অন্যদিকে হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেন, “ধারাবাহিকভাবে ব্যাটিং ব্যর্থতা ও কম রানে থেমে যাওয়া আমাদের খেসারত দিয়েছে।”

এই জয়ে সফরে হারহীনভাবে সর্বোচ্চ ম্যাচ জয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। শীর্ষে আছে ভারত, যারা ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ৯-০ ব্যবধানে জয় পেয়েছিল।
image

Leave Your Comments