ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে। একই সময়ে নতুন করে ৩৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসে এখন পর্যন্ত ১০ হাজার ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা: বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ৬৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫২ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৬ জন, দক্ষিণ সিটিতে ৬০ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে ৩৮ জন, ময়মনসিংহে ১ জন ও রংপুরে ৫ জন।
জুন মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৯৪১ এবং মৃতের সংখ্যা ১৯ জন।