রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির কিছু উপকূলীয় অঞ্চলে ১০ থেকে ১৩ ফুট উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি।
ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডো শহরে ৩০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানে এবং সেখানে আরও বড় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র আলাস্কা, হাওয়াই, গুয়াম এবং মাইক্রোনেশিয়াসহ উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। হাওয়াইয়ের বিভিন্ন হোটেল থেকে অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।