জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে শাহবাগে অবস্থান জুলাই যোদ্ধাদের

Date: 2025-07-31
news-banner
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। একই দাবিতে শহীদ পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হলে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই মোড়ের যান চলাচল। সাধারণ মানুষ এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। আন্দোলন ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।

জুলাই যোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এখনো জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। ফলে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তাদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে বাস্তব কোনো পদক্ষেপ দেখা যায়নি।

তারা বলেন, "জুলাই সনদ আমাদের কোনো দাবি নয়, এটি আমাদের অধিকার। এই অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।"
এছাড়া, আশ্বাস পূরণ না হলে শাহবাগ মোড়েই অস্থায়ী মঞ্চ গড়ে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী শহীদ পরিবারের এক সদস্য বলেন, “আমরা আমাদের প্রিয়জনদের হারিয়েছি দেশের জন্য। এখন আমাদের ন্যায্য স্বীকৃতি ও অধিকার চাইতে আবার রাস্তায় নামতে হয়েছে, এটা দুঃখজনক।”

আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দেন এবং সকল সচেতন নাগরিক ও সংগঠনকে আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান।
image

Leave Your Comments