জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট উপস্থাপন

Date: 2025-08-02
news-banner
সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার দুপুরে প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, “জুলাই ঘোষণাপত্র জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপিত হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।”

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান যারা করেছেন, তারা একটি দালিলিক স্বীকৃতি পাবেন। এটি শুধু একটি ঘোষণা নয়, বরং আমাদের আকাঙ্ক্ষার রূপকল্পও প্রকাশ করবে।”

তিনি আরও বলেন, “আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, সেই আকাঙ্ক্ষার একটা লিখিত দলিল থাকা দরকার। জুলাই ঘোষণাপত্র সেই প্রয়োজন পূরণ করবে। এতে বাংলাদেশের কাঙ্ক্ষিত রূপের একটি স্পষ্ট দিকনির্দেশনা থাকবে।”

উল্লেখ্য, গত মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের পর সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেয়। এতে অংশ নিয়েছেন বিভিন্ন পক্ষ ও অংশীজন, যারা দেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে ভূমিকা রেখেছেন।
image

Leave Your Comments