রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবরে দাফন হওয়া জুলাই আন্দোলনের ১১৪ শহীদের মরদেহ কবর থেকে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার সকালে রায়েরবাজার কবরস্থান পরিদর্শন শেষে তিনি জানান, শহীদ পরিবারের সদস্যরা চাইলে তারা মরদেহ নিজ নিজ পছন্দমতো জায়গায় পুনঃদাফনের সুযোগ পাবেন।
তিনি বলেন, “ডিএনএ টেস্টের মাধ্যমে শহীদদের শনাক্তের প্রক্রিয়া চলছে। পরিবার এখন মরদেহ শনাক্তে রাজি হয়েছে। শনাক্তের পর কেউ চাইলে মরদেহ নিজেদের কাছে নিতে পারবেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গণকবর দেওয়ার পেছনে যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা হবে।
এ সময় তিনি কবরস্থানের নির্মাণকাজে দুর্নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “যেসব শহীদ দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের কবরস্থানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার মেনে নেওয়া যায় না।”
তিনি দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।