১২ দিন পর খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস

Date: 2025-08-03
news-banner
 বিমান বিধ্বস্তে শোকাতুর ১২ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস। সকাল থেকেই ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজন করা হয় দোয়া মাহফিল। এতে অংশ নেয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ অনেকে।

দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ধ্বংসস্তূপ পরিদর্শন করে। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। ক্যাম্পাসের দেয়ালে ঝুলছে শোকবার্তা, ফুল, আর শিক্ষার্থীদের হাতে লেখা স্মৃতিচারণ।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আজ কোনো একাডেমিক কার্যক্রম হবে না। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে শুধুই স্মরণ ও প্রার্থনার পরিবেশ রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১২ দিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারায়, আহত হয় অনেকে। সেই শোক এখনও তাজা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরে ধীরে স্বাভাবিক পাঠদান শুরু হবে, তবে প্রথমে শিক্ষার্থীদের মানসিক সাপোর্টকে প্রাধান্য দেওয়া হবে।

image

Leave Your Comments