জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ। রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শাহবাগে জমায়েত হতে শুরু করেন নেতাকর্মীরা।
দলীয়ভাবে মিছিলের অনুমতি না থাকলেও খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ইতোমধ্যে সমাবেশস্থলে মূল মঞ্চ তৈরি শেষ হয়েছে এবং চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল আগে থেকেই।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, জনসমাগমের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে, অনেকে রাস্তায় বসে সমাবেশ উপভোগ করছেন।