ছাত্রদলের সমাবেশ জনসমুদ্রে পরিণত ভার্চুয়ালি যুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Date: 2025-08-03
news-banner
সমাবেশ ঘিরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রোববার শাহবাগ মোড়ে সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল। সমাবেশস্থলে জড়ো হওয়া নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। এদিন দুপুর আড়াইটার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। 

নেতা–কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে আসছেন। এছাড়া অনেকের হাতে ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকাও দেখা গেছে।

‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতা–কর্মীরা।

শাহবাগের চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়েছে সারাদেশ থেকে আসা ছাত্রদলের নেতা-কর্মীদের পদচারণায়। এদিকে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতা-কর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন। 

ছাত্রদলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশে ছাত্র-নেতাকর্মীদের কয়েক দফা প্রতিশ্রুতি দেবে, যা তাদেরকে বাস্তবায়ন করতে হবে। সমাবেশে মূল বার্তা দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেবেন বিভিন্ন দিক-নির্দেশনা। 
image

Leave Your Comments