৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গিয়েছিল পাকিস্তান, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। তাই তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল।
সোমবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লডারহিলে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
টস জিতে ব্যাট করে সাহিবজাদা ফারহান (৭৪) ও সাইম আইয়ুবের (৬৬) দারুণ ইনিংসে ভর করে ১৮৯ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেরফেন রাদারফোর্ড ৫১ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি।