সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, মাদকবিরোধী অভিযানে বাড়ছে মৃত্যুদণ্ডের হার

Date: 2025-08-04
news-banner
সৌদি আরবে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একদিনেই ৮ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। শনিবার নাজরান প্রদেশে গাঁজা পাচারের অভিযোগে ৭ জন—চারজন সোমালি ও তিনজন ইথিওপীয়—বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই দিনে নিজের মাকে হত্যার অভিযোগে একজন সৌদি নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সরকারি বার্তা সংস্থা এসপিএ (Saudi Press Agency) এ তথ্য নিশ্চিত করেছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে অন্তত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ১৫৪ জনই মাদক-সংশ্লিষ্ট মামলার দায়ে প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষকদের মতে, মৃত্যুদণ্ডের এই ঊর্ধ্বগতি মূলত ২০২৩ সালে শুরু হওয়া ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযানের ফল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখন একের পর এক দণ্ড কার্যকর করা হচ্ছে।

উল্লেখ্য, প্রায় তিন বছর মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রাখার পর, ২০২২ সালের শেষ দিকে সৌদি সরকার মৃত্যুদণ্ড পুনরায় কার্যকর করা শুরু করে। চলতি হারে মৃত্যুদণ্ড কার্যকর হতে থাকলে, গত বছরের ৩৩৮টি মৃত্যুদণ্ডের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
image

Leave Your Comments