বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই

Date: 2025-08-04
news-banner
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান এবং ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর।

রবিবার রাতে তিনি ক্লাবের গেস্টহাউসে একা অবস্থান করছিলেন। সোমবার বেলা গড়িয়ে গেলেও সাড়া না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ পুলিশ ও সিএমএইচ চিকিৎসকদের খবর দেয়। পরে দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

ধারণা করা হচ্ছে, রাতে ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার ওসি ও সিএমএইচ চিকিৎসক দল এটিকে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করছেন।

১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম নেওয়া এম হারুন-অর-রশীদ মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর নেতৃত্বে সেনাবাহিনী পেশাদারিত্বের নতুন উচ্চতায় পৌঁছে।

জাতির এই গর্বিত সন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক, সামরিক ও মুক্তিযোদ্ধা মহলে।

image

Leave Your Comments