শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ ড্র করল ভারত

Date: 2025-08-04
news-banner
লন্ডনের ওভালে চরম নাটকীয়তায় ভরপুর শেষ টেস্টে মাত্র ৬ রানে জয় পেয়েছে ভারত। ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে।

সোমবার সিরিজ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। কিন্তু মোহাম্মদ সিরাজের আগুনঝরা বোলিংয়ে মাত্র ২৮ রানেই শেষ ৪ উইকেট হারিয়ে সিরিজ হাতছাড়া করে স্বাগতিকরা। সিরাজ একাই নেন ৫ উইকেট।

৩৭৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৪) দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু লোয়ার অর্ডারের ব্যর্থতায় তীরে এসে তরী ডোবে ইংল্যান্ডের।

প্রথম ইনিংসে ভারত ২২৪ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের সেঞ্চুরি ও আকাশ দীপ, জাদেজা ও ওয়াশিংটনের ফিফটিতে ৩৯৬ রান তুলে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয়।

ওভালে চতুর্থ ইনিংসে জয়ের সর্বোচ্চ রেকর্ড ছিল ২৬৩ রান, সেটিও ১৯০২ সালে। তাই ইংল্যান্ডের সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দৃঢ়তায় সোনার হরিণ হাতছাড়া হয় স্বাগতিকদের।

এই রোমাঞ্চকর জয়ে সিরিজ সমতায় শেষ করে মাঠ ছাড়ে ভারতীয় দল।
image

Leave Your Comments