আজ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে মাঠে নামছে সাফজয়ী বাংলাদেশ। লাওসের রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে লাল-সবুজ দল। প্রতিপক্ষ তুলনামূলক শক্তিশালী হলেও জয় পেতে আত্মবিশ্বাসী অধিনায়ক আফিদা খন্দকার।
শিরোপার নতুন লড়াইয়ে রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ পিটার বাটলার। মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই আজ লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
২৩ সদস্যের সাফজয়ী দল নিয়েই গড়া হয়েছে স্কোয়াড। কোচ বলছেন, এ বাছাইপর্ব খেলোয়াড়দের স্কিল উন্নয়নের বড় মঞ্চ।