রাজধানীর কড়াইল বস্তিতে কাঁচা ঘরে বসবাসকারীদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে সেখানে বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কড়াইল বস্তিবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা যে কষ্টে আছেন, সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে।”
জানা গেছে, গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে বর্তমানে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করেন।
বস্তিবাসীদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, কড়াইলে শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলাধুলার জন্য মাঠ এবং এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলা হবে।
তারেক রহমান বলেন, “আপনাদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”
কড়াইলবাসীর কাছ থেকে জোর করে বিদ্যুৎ ও পানির বিল আদায় বন্ধ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “যা মিটার দেখাবে, যা সরকারের পাওনা—আপনারা শুধু সেটাই দেবেন।”