JAR TEA — জার চা ৬৪ জেলা আঞ্চলিক ভাষা চ্যালেঞ্জ
৬৪ জেলার মানুষ ৬৪ রকম স্বরে বলবে — মজার + ফানি + নিজের জেলার টোনে!
🎤 স্ক্রিপ্ট (সবাই একই লাইন বলবে):
“এই যে এক কাপ জার চা—আমাদের জেলার (জেলার নাম) মতোই আলাদা স্বাদ!
প্রকৃতির রঙে, স্বাদে, গন্ধে অতুলনীয়, এই জার চা।”
🎥 আপনি কোন জেলার ভাষায় বলবেন?
নিজের আঞ্চলিক টোনে ৫–৭ সেকেন্ডের একটি ছোট ভিডিও করুন।
ভিডিওটি Facebook / TikTok / YouTube / Google Drive–এ আপলোড করে লিংক কপি করুন।
তারপর ভিডিওটি কমেন্টে শেয়ার করুন বা ইনবক্সে পাঠিয়ে দিন।
সবচেয়ে ফানি / স্বাভাবিক ১০টি ভিডিও আমাদের অফিসিয়াল পেজে ফিচার করা হবে।
🏆 পুরস্কার ও বিশেষ সুযোগ
- “৬৪ জেলার ৬৪ জন পাবে ১,০০০ টাকা পুরস্কার” — প্রতিটি জেলা থেকে ১ জন বিজয়ী।
- “প্রতিটি জেলা থেকে ১ জন বিজয়ী — Your district must WIN!”
- “জেলার নাম, ভিডিও টোন, ভাষা — সব মিলিয়ে FUN CHALLENGE!”
- Top 10 funniest video → ৫,০০০ টাকা special award (স্পেশাল পুরস্কার)।
📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ
• সাবমিট করার শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫
• বিজয়ী ঘোষণা: ২৯ ডিসেম্বর ২০২৫
Terms apply.
📢 কোথায় শেয়ার করবেন?
আপনার জেলার ভিডিওটি অবশ্যই আমাদের অফিসিয়াল গ্রুপে শেয়ার করুন:
👉 facebook.com/groups/jarlimited
হ্যাশট্যাগ দিতে ভুলবেন না: #JARTEA