সারাদেশে বিদ্রোহীদের বহিষ্কার করলো বিএনপি
Date: 2026-01-22
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৬৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নিম্নে বহিষ্কৃত নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হলো-
চট্টগ্রাম বিভাগ
১. চট্টগ্রাম-১৪: এড: মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
২. চট্টগ্রাম-১৪: শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল
৩. চট্টগ্রাম-১৬: লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি
৪. নোয়াখালী-২: কাজী মফিজুর রহমান, সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি
৫. নোয়াখালী-৬: প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য
৬. নোয়াখালী-৬: ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিএনপি।
রংপুর বিভাগ
১. দিনাজপুর-২: আ ন ম বজলুর রশিদ দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা।
২. দিনাজপুর-৫: এ জেড এম রেজয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
৩. নীলফামারী-৪: রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ, সৈয়দপুর জেলা, বিএনপি।
রাজশাহী বিভাগ
১. নওগাঁ- ৩: পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য , মহাদেবপুর উপজেলা বিএনপি
২. নাটোর-১: তাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি
৩. নাটোর-১: ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য জেলা বিএনপি নাটোর।
৪. নাটোর-৩: দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নাটোর
৫. রাজশাহ-৫: ইসফা খাইরুল হক শিমুল, সদস্য , পুঠিয়া উপজেলা বিএনপি
৬. রাজশাহ-৫: ব্যারিস্টার রেজাউল করিম, সহ সভাপতি লন্ডন জিয়া পরিষদ
৭. পাবনা-৩: কে এম আনোয়ারুল ইসলাম- সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি
৮. পাবনা-৪: জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি
খুলনা বিভাগ
১. কুষ্টিয়া-১: নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি।
২. নড়াইল-২: মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি
৩. যশোর-৫: এ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা







