সারাদেশে বিদ্রোহীদের বহিষ্কার করলো বিএনপি

Date: 2026-01-22
news-banner

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৬৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


নিম্নে বহিষ্কৃত নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হলো-

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-১৪এডমিজানুল হক চৌধুরীসাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

চট্টগ্রাম-১৪শফিকুল ইসলাম রাহীসাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল

চট্টগ্রাম-১৬লিয়াকত আলী চেয়ারম্যানসাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

নোয়াখালী-কাজী মফিজুর রহমানসদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি

নোয়াখালী-প্রকৌশলী ফজলুল আজীমসাবেক সংসদ সদস্য

নোয়াখালী-ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীবসদস্য নোয়াখালী জেলা বিএনপি

 আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিএনপি।

রংপুর বিভাগ

. দিনাজপুর-: বজলুর রশিদ দিনাজপুর জেলা বিএনপি' যুগ্ম সাধারণ সম্পাদক বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা।

. দিনাজপুর-: জেড এম রেজয়ানুল হক, সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

. নীলফামারী-: রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ, সৈয়দপুর জেলা, বিএনপি।

রাজশাহী বিভাগ

. নওগাঁ- : পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য , মহাদেবপুর উপজেলা বিএনপি

. নাটোর-: তাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি

. নাটোর-: ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য জেলা বিএনপি নাটোর।

. নাটোর-: দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি নাটোর

. রাজশাহ-: ইসফা খাইরুল হক শিমুল, সদস্য , পুঠিয়া উপজেলা বিএনপি

. রাজশাহ-: ব্যারিস্টার রেজাউল করিম, সহ সভাপতি লন্ডন জিয়া পরিষদ

. পাবনা-: কে এম আনোয়ারুল ইসলাম- সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি

. পাবনা-: জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি

খুলনা বিভাগ

. কুষ্টিয়া-: নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি।

. নড়াইল-: মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা বিএনপি

. যশোর-: এ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা

image