দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

Date: 2026-01-21
news-banner
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সেই লক্ষ্যেই আজ বুধবার দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তিনি। বিকেলে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।
দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বিএনপি ঐতিহ্য অনুসরণ করে পুণ্যভূমি সিলেট থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
এর আগে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ ও আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
image

Leave Your Comments