নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি

Date: 2023-11-06
news-banner
জনগণের জানমাল রক্ষা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল হাতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পেট্রোলবোমার নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেবে ডিএমপি। 

সোমবার (৬ নভেম্বর) ঢাকার সবগুলো পেট্রোল পাম্পের মালিক এবং তাদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন এর সাথে এক বৈঠকে আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
তিনি আরো বলেন, লাইসেন্স ছাড়া শহরের যে কোন এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেয়ানিভাবে খুচরা তেল বিক্রি বন্ধেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করছে বলেও জানান ডিএনপি কমিশনার। কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতেও পরামর্শ দেন হাবিবুর রহমান।
image

Leave Your Comments