বিশ্বকাপে সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পান সাকিব। যদিও ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাকিব। তবে মঙ্গলবার বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের।
এদিকে বিসিবি থেকে জানানো হয়েছে, দল পরের ম্যাচের জন্য পুনেতে গেলেও সাকিব আজই ঢাকায় ফিরছেন।
বিশ্বকাপের মাঝেও ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে ছিলেন টাইগার অধিনায়ক। এবারের ইনজুরির ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন তিনি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের আর একটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে টাইমড আউট কাণ্ডের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে যা লঙ্কানদের বিপক্ষে প্রথম জয় ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছিলেন সাকিব।
চলতি বিশ্বকাপই সাকিবের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ক্যারিয়ারর শেষ বিশ্বকাপে আশানুরূপ খেলতে পারেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৭ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৮৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংসটাই সেরা। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ৩০ রানে ৩ উইকেট শিকারই সেরা বোলিং ফিগার।