শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা এবং কারখানায় নিয়োজিত কর্মী ও তাদের ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার পররাষ্ট্র দপ্তরের মূখপাত্র ম্যাথু মিলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, গত সপ্তাহে ২৬ বছর বয়সের সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন নেতা রাসেল হাওলাদার পুলিশের হাতে নিহত হওয়ায় আমরা মর্মাহত। এ ছাড়া ঢাকায় একটি কারখানায় বিক্ষোভকারীদের দেয়া আগুনে ইমরান হোসেনের (৩২) প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি।
মিলার বলেন, শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের দমন-পীড়নের বিষয়ে আমরা উদ্বিগ্ন। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মূখপাত্র আরও বলেন যেসব কারখানার মালিক ট্রেড ইউনিয়নের প্রস্তাব অনুযায়ী যুক্তিপূর্ণভাবে মজুরি বৃদ্ধি করেছে তাদের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র সরকার।