দেড় ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ৩ বাসে আগুন

Date: 2023-11-09
news-banner
বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে দেড় ঘণ্টার ব্যবধানে রাজধানীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি বাসে আগুন দেয়া হয়। এরপর বনানী এলাকায় রাত ৮টা ১৫ মিনিটে আরেকটি মিনিবাসে আগুন দেয়া হয়।

এছাড়া রাত আনুমানিক ৯টার দিকে পিলখানার সামনে রমজান পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।

পৃথক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত আটটার দিকে বনানীতে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে ধানমন্ডির মিরপুর রোডে রাসেল স্কয়ারে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
image

Leave Your Comments