শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে আগুন তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু

Date: 2023-11-12
news-banner
ভারতের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটক মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, তাঁরা বাংলাদেশ থেকে কাশ্মীরে বেড়াতে এসেছিলেন। মৃতদেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করা কঠিন হয়ে উঠেছে। পরিচয় শনাক্তে ইতোমধ্যে ডিএনএ সংগ্রহ করা হয়েছে। ডাল লেকের হাউসবোট অপারেটরদের তথ্য অনুসারে, দেহগুলো বাংলাদেশি পর্যটকদের। মৃতদের মধ্যে একজন নারী বলে জানা গেছে।

শনিবার (১১ নভেম্বর) ভোরে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউস বোটে আকস্মিকভাবে আগুন লাগে। মুহূর্তে আগুন আরও কয়েকটি বোটে ছড়িয়ে পড়ে। হাউসবোটের পুড়ে যাওয়া ছাইয়ের নিচ থেকে তিনটি ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।

দমকলের স্টেশন হাউস অফিসার ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, পাঁচ থেকে আটটি হাউসবোট আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। গত বছর শ্রীনগরের নিগিন হ্রদে মাঝরাতে হাউসবোটে আগুন লেগেছিল। সেবার পুড়ে ছাই হয়েছিল সাতটি হাউসবোট। তবে সেবার মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
image

Leave Your Comments