ডোনাল্ডকে নিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন স্ট্যাটাস

Date: 2023-11-13
news-banner
চুক্তি শেষ হওয়ার আগেই বাংলাদেশকে বিদায় বলে দিয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন তিনি। পেস বোলিং কোচের ফিরে যাওয়াই নিজের ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার (১৩ নভেম্বর) কিংবদন্তি এই কোচের বিদায়ে ফেসবুকে এক আবেগঘন এক স্ট্যাটাস দেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি লিখেছেন, 'একজন কিংবদন্তি এবং ভদ্রলোক। অনেক সুন্দর মানুষ। তার সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের ছিল।'

চলমান বিশ্বকাপে অদ্ভুত এক আউট হন শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস। কিন্তু বিশ্বকাপ চলাকালে সেই 'টাইমড আউট' আউট নিয়ে নিজস্ব মন্তব্য প্রকাশ করেন ডোনাল্ড। এরপরই তাকে নোটিশ দেয় বিসিবি। এ দিকে চলতি মাসেই শেষ হচ্ছে বিসিবির সঙ্গে ডোনাল্ডের চুক্তির মেয়াদ। এরপর ডোনাল্ড নিজেই আর মেয়াদ বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই ডোনাল্ডের বাংলাদেশ অধ্যায়ের শেষ ম্যাচ।
image

Leave Your Comments