কাল থেকে পেঁয়াজ, আলু, তেল, ডাল বিক্রি করবে টিসিবি

Date: 2023-11-13
news-banner
আগামীকাল (১৪ নভেম্বর) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ২৫ থেকে ৩০টি ট্রাকে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে মশুর ডাল, সয়াবিন তেল, আলু ও পেঁয়াজ বিক্রি করা হবে।

প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায়, আলু ৩০ টাকায়, মশুর ডাল ৬০ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি করা হবে।

আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ট্রাক সেলে যে কেউ ২ কেজি ডাল, আলু, পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেল নিতে পারবে। এই মুহূর্তে চিনি দেওয়া যাচ্ছে না। চিনি পাওয়া গেলে দেওয়া হবে। এতে প্রতি কেজি ডাল ৬০ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা লিটার, পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা কেজি দরে দেওয়া হবে।   

টিসিবি কার্ডধারীদের এখন আলু দেওয়া হবে না জানিয়ে বাণিজ্য সচিব বলেন, কারণ জেলা প্রশাসকরা সোমবার থেকে সরকারি দাম অর্থাৎ ৩৬ টাকা কেজিতে আলু বিক্রি নিশ্চিত করবে। তেল, চিনি, ডাল, আলু এসব পণ্য আমদানি করতে যেন ডলারের সমস্যা না হয় সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ভর্তুকি মূল্যে এসব পণ্য দিচ্ছে। প্রতিটি পণ্য অর্ধেক দামে দেওয়া হয়।

তিনি জানান, প্রতিদিন ৯০০০ জন ভর্তুকি মূল্যে এই পণ্যগুলো কিনতে পারবে।
image

Leave Your Comments