জানুয়ারির ফাইনালেও আয়ামী লীগ বিজয়ী হবে: ওবায়দুল কাদের

Date: 2023-11-13
news-banner
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী জানুয়ারির ফাইনালেও আয়ামী লীগ বিজয়ী হবে। সোমবার (১৩ নভেম্বর) খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আস্থা রাখুন বঙ্গবন্ধুর কন্যার প্রতি। শেখের বেটি শেখ হাসিনার প্রতি। আগামী জানুয়ারির ফাইনালেও বঙ্গবন্ধুর চেতনার, মুক্তিযুদ্ধের মূল্যবোধে আমরা বিজয়ী হব। আবারও বিজয়ী হব। নিজেরা শক্তিমান হন, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আক্রমণ আসলে নেতাকর্মীদের পাল্টা আক্রমণের আহ্বান জানিয়ে কাদের বলেন, সকল অপশক্তি আমাদের সামনে ভেঙেচুরে যাবে। আপনার সাহস নিয়ে রাস্তায় দাঁড়াবেন। আক্রমণ করলে পাল্টা আক্রমণ। ছাড়া হবে না। অপশক্তিকে আমার ক্ষমা করব না। শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী, কোনো অপশক্তি তাকে হঠাতে পারবেনা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

খুলনার আওয়ামী লীগের এই সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খুলনা সফরে যান শেখ হাসিনা। সরকারপ্রধানকে বহনকারী হেলিকপ্টার বেলা পৌনে একটার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে অবতরণ করে।
আওয়ামী লীগ সভাপতির জনসভাকে কেন্দ্র করে দুপুরের মধ্যেই নেতাকর্মী ও সাধারণ মানুষে পূর্ণ হয়ে ওঠে খুলনা সার্কিট হাউস মাঠ। ধারণক্ষমতা না থাকায় নেতা-কর্মীরা সার্কিট হাউসের আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন।

প্রধানমন্ত্রী দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বেলা তিনটার পর সার্কিট হাউস মাঠে দুই হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
image

Leave Your Comments