আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছেন দেশটির কয়েকজন মন্ত্রী এবং ক্ষমতাসীন লিকুদ পার্টির আইনপ্রণেতারা। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল থার্টিনের বরাতে এ খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। পরিকল্পনার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে পার্লামেন্ট নেসেটে অনাস্থা প্রস্তাব পাস করা। ৬১ আইনপ্রণেতার ভোটে এই প্রস্তাব পাস হলে জাতীয় নির্বাচন ছাড়াই ক্ষমতা ছাড়তে হবে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে।
প্রতিবেদনে বলা হয়, লিকুদ পার্টির এই আইনপ্রণেতারা শঙ্কিত যে, নেতানিয়াহু যদি দলের নেতৃত্বে থাকেন এবং পরবর্তী নির্বাচনে পরাজিত হন, তবে এই আইনপ্রণেতাদের অনেকেই রাজনীতিতে আর সক্রিয় থাকতে পারবেন না।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলের স্থল অভিযান শেষ হবে এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তারা জানিয়েছেন, এই অবস্থায় আইনপ্রণেতারা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য পার্লামেন্টের পরবর্তী অধিবেশনে এমন প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা বাস্তবায়নে একযোগে কাজ করে যাচ্ছেন।
সেই সঙ্গে লিকুদ পার্টির বর্তমান প্রধান নেতানিয়াহুকে সরানোর পর ক্ষমতাসীন দলটির প্রধান কে হবেন তাও তারা ঠিক করবেন পরবর্তী অধিবেশনে।
তবে পরিকল্পনাটি সফল হওয়ার সম্ভাবনা কম কারণ লিকুড পার্টির মাত্র ১০ জন আইনপ্রণেতা এই পরিকল্পনার সঙ্গে রয়েছেন। ইসরায়েলি আইন অনুসারে এমন পরিকল্পনাকে সফল করতে ক্ষমতাসীন দলের কমপক্ষে ১৫ জন আইনপ্রণেতার সায় প্রয়োজন হয়।