নিউজ ডেস্ক: র্যাবের যৌথ অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য হত্যা মামলার প্রধান আসামী সহ ০৮ জন এজাহারনামীয় আসামী গ্রেফতার।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ১৪ নভেম্বর ২০২৩ তারিখ ০৫:০০ ঘটিকায় ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ রাসেল এর নেতৃত্বে র্যাব-৬ সদর কোম্পানী (ভাটিয়াপাড়া ক্যাম্প) খুলনা ও র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য হত্যা মামলার প্রধান আসামী সহ ০৮ জন এজাহারনামীয় আসামী ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকায় আত্মগোপনে আছে।
উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন আনসার অফিস এর সামনের এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কাশিয়ানী থানার হত্যা মামলা নং-৩১, তারিখঃ ৩০ অক্টোবর ২০২৩ ইং এর এজাহার নামীয় ১। মোঃ কেরামত মোল্যা (৬০), পিতা- মৃত হাসেন মোল্যা, ২। মোঃ নুরু মোল্যা ওরফে নূর ইসলাম (৫৫), পিতা- মৃত হাসেন মোল্যা, ৩। মোঃ অলিয়ার মোল্যা (৫০), পিতা- টোনা মোল্যা । ৪। মোঃ আবুল হাসান মোল্যা (৩০), পিতা- মোঃ কেরামত মোল্যা, ৫। মোঃ সাফি মোল্যা (৪০), পিতা- সাহেব মোল্যা, ৬। মোঃ চাঁন মিয়া মোল্যা (৩৫), পিতা- সাহেব মোল্যা, ৭। মোঃ হালিম মিয়া (৫০), পিতা- মৃত পাঁচু মিয়া, ৮। মোঃ সোহেল মোল্যা (৪২), পিতা- মৃত ওয়াদুদ মোল্যা, সর্ব সাং- নিজামকান্দি, থানা কাশিয়ানি জেলা- গোপালগঞ্জদের গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।