বন্ধ হওয়া পোশাক কারখানা খুলছে আজ

Date: 2023-11-15
news-banner
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েক দিনের আন্দোলন-সহিংসতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া সব পোশাক কারখানা আজ বুধবার (১৫ নভেম্বর) খুলে দেয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বিজিএমইএর দাবি, পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় শান্তিপূর্ণ কর্মপরিবেশ বিরাজ করছে। তাই বন্ধ হওয়া কারখানার সংশ্লিষ্ট এলাকার শ্রমিক, শ্রমিক সংগঠন, স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন ও শিল্প পুলিশের সহযোগিতায় কারখানা খুলে দেওয়া হবে।

বিজিএমইএ সভাপতি জানান, কাজে ফেরার আহ্বানে আশুলিয়া এলাকার সব বন্ধ কারখানার শ্রমিকরা ইতিবাচক সাড়া দিয়েছে। কাজ করার আগ্রহ জানিয়ে শ্রমিকরা মালিকদের আশ্বস্ত করেছে। ফলে বুধবার আশুলিয়ার সবগুলো বন্ধ কারখানা খুলে দেওয়া হবে।
এর আগে, মঙ্গলবার কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার বন্ধ তিনটি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। ফলে বর্তমানে কাশিমপুর ও কোনাবাড়ী এলাকার সব কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

ফারুক হাসান জানান, মিরপুরের কিছু পোশাক কারখানা বন্ধ আছে। এই কারখানাগুলোতে আলোচনা চলছে। শ্রমিকরা কাজ করতে চাইলে পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেওয়া হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, পোশাক কারখানাসহ সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানকে নিরাপত্তা দিন। এলাকায় সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন। সর্বোপরি, জানমালের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহণ করুন। তবে, এতে করে কোনো শ্রমিক ভাই-বোন বা কর্মচারী এবং মালিক যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। এ বিষয়ে সতর্ক থেকে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
image

Leave Your Comments