তফসিল ঘোষণা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দায়ী ইসি: খোকন

Date: 2023-11-15
news-banner
নিজস্ব প্রতিবেদক: তফসিল ঘোষণা হলে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ইসি। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। 

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে, সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে তিনি একথা জানান। বিএনপির সব নেতা গ্রেপ্তার ও  অফিস তালাবদ্ধ রেখে তফসিল ঘোষণা, সাংঘর্ষিক আচরণ। 

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ হয়নি, যারা যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 

সংলাপ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাথে কোনো সংলাপ নয়। এর আগেও সংলাপে কথা দিয়েছিল, কিন্তু তারা কথা রাখে নাই। সুতরাং সংলাপ ফলপ্রসূ হবে না। বিশ্বাস ভঙ্গ করেছে আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনাকে ছাড়া সংলাপের আলাপ হলে, তখন ভেবে দেখবে বিএনপি।

নির্বাচনকালীন সরকার ফয়সালা, শেখ হাসিনার পদত্যাগ ও ইসি পুনর্গঠন করলে সমাধান আসবে এই পরিস্থিতি থেকে বলেও জানান তিনি।
image

Leave Your Comments