তাবলিগ জামায়াতের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী দুই ফেব্রুয়ারি, টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত এবছরও অনুষ্ঠিত হবে দুই পর্বে।
প্রথম পর্বের ইজতেমা হবে দুই থেকে চার ফেব্রুয়ারি, এতে অংশ নেবেন মাওলানা জোবায়ের পক্ষের অনুসারীরা।
আর সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন ইজতেমার দ্বিতীয় পর্বে, যা অনুষ্ঠিত হবে নয় থেকে ১১ ফেব্রুয়ারি।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
১৯৬৭ সাল থেকে ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশাল ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা। সেই হিসেবে এবার হতে যাচ্ছে ৫৭তম জমায়েত।
শুরু থেকেই একসঙ্গে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসলেও তাবলিগের মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দুই মাওলানার অনুসারীরা।