নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওয়াসার মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. ওবায়দুল হক বলেন, ওয়াসার মোড়ে ফ্লাইওভারের নিচে পার্কিং করা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্দেহ করা হচ্ছে অবরোধকারী দুষ্কৃতিকারীরা বাস দুটিতে আগুন দিয়েছে। ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, ওয়াসার মোড়ে বাসে আগুনের খবর পেয়ে ১০টা ৫০ মিনিটে আমরা ঘটনাস্থলে যাই। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নির্বাপণ হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরাই দাঁড়িয়ে থাকা বাস দুটিতে আগুন দিয়েছে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ৫ম দফার আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) চলছে শেষ দিনের অবরোধ। এদিকে বুধবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তবে এ তফসিল প্রতিহত করেছে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল। এর প্রতিবাদে বাম দলসহ আরও কয়েকটি দল এদিন হরতাল ডাকে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে।