চট্টগ্রামে আড়াই শ গ্রাম গরুর মাংস বিক্রি শুরু

Date: 2023-03-04
news-banner
নিম্ন আয়ের মানুষেরা এক কেজি গরুর মাংস কিনতে পারেন না। দাম শুনেই হেঁটে চলে যান। এখন তাঁরা চাইলেই গরুর ২৫০ গ্রাম মাংস কিনে খেতে পারবেন।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম নগরের চকবাআজ শনিবার সকাল থেকে চকবাজারে তাঁর দোকানসহ পাশের আরও একটি দোকানে শুরু হয়েছে ২৫০ গ্রাম করে গরুর মাংস বিক্রি। একজন ক্রেতা চাইলেই সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস নিতে পারবেন। দোকানে এসে বললেই ক্রেতাকে ২৫০ গ্রাম মাংস মেপে দেবেন বিক্রেতারা। চাইলে আধা কেজি মাংসও নেওয়া যাবে।জার এলাকার গরুর মাংস বিক্রেতা ইলিয়াস সওদাগর।বাজার ঘুরে দেখা গেল, হাড়সহ গরুর মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়। আর হাড়ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকায়। সেই হিসাবে হাড়সহ ২৫০ গ্রাম গরুর মাংসের দাম ১৮০ থেকে ১৯০ টাকা। হাড়ছাড়া গরুর মাংস ২০৫ থেকে ২১২ টাকায় কেনা যাবে।বাজার করতে আসা মোহাম্মদ ইমরান বলেন, ‘প্রায়ই নিম্ন আয়ের মানুষদের মাংস কিনতে এসে ফিরে যেতে দেখেছি। তাঁদের জন্য এখন সুবিধা হবে। যাঁদের পরিবারে সদস্য সংখ্যা কম, তাঁরাও চাইলে এখন অল্প পরিমাণে কিনে খেতে পারবেন।


image

Leave Your Comments