কারাবন্দিদের স্মার্ট আইনি সেবা সহজিকরণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার লিগ্যাল এইড কর্ণার উদ্বোধন এবং প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত

Date: 2023-11-19
news-banner
প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে “চট্টগ্রাম থেকে স্মার্ট আইনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের স্মার্ট আইনি সেবা সহজিকরণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার লিগ্যাল এইড কর্ণার উদ্বোধন এবং প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানেসেবা কার্যক্রম সমগ্র দেশে ছড়িয়ে পড়–ক” কারাগারে কারাবন্দিদের স্মার্ট আইনি সেবা সহজিকরণে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার লিগ্যাল এইড কর্ণার উদ্বোধন এবং প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠানে সিনিয়র জেলা জজ ড. আজিজ আহমদ ভূঞা।
তিনি বলেন “গরীব দুঃখীর মামলা ব্যয়, শেখ হাসিনা সরকার দেয়”। “জড়ালে কেউ মিথ্যা মামলার জালে, সরকারি আইন সহায়তার সুযোগ মেলে”। বিনা বিচারে আটক কিংবা অসচ্ছল কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। কারা-কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সকল কারাবন্দির আইনজীবীর মাধ্যমে জামিন চাওয়ার অধিকার রয়েছে। আর্থিক ভাবে অসচ্ছলতার কারণে যাতে কোন বন্দি বিনা বিচারে কারাগারে আটক না থাকেন তৎজন্য সরকার জেলা পর্যায়ে জেলা লিগ্যাল এইড অফিস চালু করেন। সারাবিশ্বে যতগুলো মানবাধিকার সনদ রয়েছে সব জায়গায় কারাবন্দিদের আইনি সহায়তার কথা রয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান বলেন,চট্টগ্রাম জেলাকে স্মার্ট জেলা গড়ার লক্ষে সরকারি আইনি সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে জেলা লিগ্যাল এইড কমিটি।

কর্মসূচির শুরুতে বেলুন উড়েয়ে ও ফিতা কেটে বাংলাদেশের প্রথম “চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার লিগ্যাল এইড কর্ণার “উদ্ধোধন করেন অতিথিবৃন্দ। পরে সিনিয়র জেল সুপার জনাব মঞ্জুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুপার (সিনিয়র সহকারী জজ) । মুহাম্মদ ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি আইনি সহায়তা কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন এর মাধ্যমে উপস্থান করেন জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল, জেলা লিগ্যাল এইড অফিসার। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, চট্টগ্রাম জেলাকে স্মার্ট জেলা গড়ার লক্ষে সরকারি আইনি সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন জেলা লিগ্যাল এইড কমিটি ,চট্টগ্রাম।



সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল আলম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ইলিয়াছ চৌধুরী, বিজ্ঞ যুগ্ম জেলা জজ মোঃ খাইরুল আমীন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, আব্দুল্লাহ আল-মামুন, সিনিঃ সহকারী কমিশনার, এস,এম,এন জামিউল হোসেন, সিনিয়র সহকারী কমিশনার, ডাঃ তুষার কান্তি নাথ, সহকারি সার্জন, ডাঃ মোঃ জাহেদুল ইসলাম চৌধুরী, সহকারী সার্জন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, জেলার মোঃ এমরান হোসেন ভূঞা, ডেপুটি জেলার মোঃ আখেরুল ইসলাম, মোছাৎ সুমাইয়া আক্তার, মোঃ তোফায়েল আহমেদ প্রমূখ।
image

Leave Your Comments