ব্যর্থতা জীবনের শেষ কথা নয়: হাজ্বী জিন্নাত আলী

Date: 2023-11-19
news-banner
পৃথিবীতে অনেক মনীষী ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল, অনেক মনীষী রয়েছেন যাদের জীবনে আছে হাজার ব্যর্থতা, এর মধ্য থেকে দুটি উদাহরণ দেই।
ওয়াল্ট ডিজনি ,ভালো ধারণা ও কল্পনা নেই বলে কানসাস সিটি স্টার থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। পরবর্তীতে সফলতা লাভ করেন ওয়াল্ট ডিজনি । ওয়াল্ট ডিজনি ছিলেন পৃথিবীর প্রথম এনিমেশন প্রোগ্রামার এবং বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালি আর সফল প্রযুক্তিক ভাবনার অধিকারী। একজন মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কণ্ঠ শিল্পী ও অ্যানিমেটর ছিলেন।
হেনরি ফোর্ড, দুটি গাড়ি কোম্পানি ব্যর্থ হয়েছিল হেনরি ফোর্ডের। ফোর্ড মোটর কোম্পানির আমেরিকান প্রতিষ্ঠাতা এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত বিন্যাসকরণ সজ্জার জনক। তার উদ্ভাবিত মডেল টি মোটরগাড়ি আমেরিকার শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে। তিনি ছিলেন একজন বহুমুখী উদ্ভাবক এবং ১৬১ টি ইউ.এস পেটেন্টের অধিকারী। হেনরি ফোর্ডকে সস্তা পণ্যের বহু উৎপাদনশীলতার জনক বলা হয়ে থাকে কারণ তিনি তার কোম্পানিতে ব্যায়বহুল শ্রমশক্তি এবং যন্ত্র সমন্বয়ে অধিক উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন। হেনরি ফোর্ড হচ্ছেন পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার যিনি শিল্প বিপ্লবের পথিকৃৎ হিসেবে পরিচিত |
এগুলো বাইরের মনীষীদের উদাহরণ | আমাদের দেশেও রয়েছেন অনেকে, যারা জীবনের অনেক ক্ষেত্রে সফল,হাজার ব্যর্থতার পরে।
একটু চেষ্টা করি, সবার আগে নিজেকে গুরুত্ব দিতে শিখি, সামনে এগিয়ে যাওয়া শিখি, এগিয়ে যেতে থাকি, ইতিবাচক মানুষের চারপাশে থাকি |
একে অপরকে উৎসাহ যোগায়,ব্যর্থতা অতিক্রম করার সাহস যোগায়।
কারণ, ব্যর্থতা জীবনের শেষ কথা নয়
image

Leave Your Comments