নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা যুবক সৈয়দ আমিন নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, আরসা ও আরএসও সন্ত্রাসী গ্রুপের মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ওই রোহিঙ্গা যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সে পথচারী বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। শামীম আরও বলেন, ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।