বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির

Date: 2023-11-20
news-banner
সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে আগামী বুধবার (২২ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আগামী বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ নভেম্বর) সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।

এদিকে বিএনপির আন্দোলনের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ ইতোমধ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছেন তিনি।

উল্লেখ্য, ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। গত বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর দ্বিতীয় দফায় রোববার ও সোমবার দ্বিতীয় দফায় হরতাল পালন করছে।
image

Leave Your Comments