আ.লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি

Date: 2023-11-21
news-banner
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৩ হাজার ৩৬২ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ১২১টি মনোনয়ন ফরম বিক্রি হয় অনলাইনে। তাতে মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় করেছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

গত শনিবার থেকে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম চলে। এই সময়ে সরাসরি ও অনলাইনে এসব মনোনয়ন ফরম নেন নৌকা প্রতীক প্রত্যাশীরা।

মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ-৩ আসনের নেতারা। পরে বেলা ১১টার দিকে সকল মনোনয়নপ্রত্যাশীর জন্য ফরম বিক্রি শুরু হয়।

প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। এর মধ্যে ১ হাজার ৬০টি মনোনয়ন ফরম সরাসরি সংগ্রহ করা হয়েছে। আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি আবেদন ফরম বিক্রি করে দলটি। এর মধ্যে সরাসরি সংগ্রহ করা হয় ১ হাজার ১৮০টি। আর অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি। তৃতীয় দিনে ৭৩৩ জন দলটির মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে সরাসরি মনোনয়ন ফরম কিনেছেন ৭০৯ জন। বাকি ২৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন অনলাইনে। আর শেষ দিনে মনোনয়ন ফরম বিক্রি হয় ৩৪৩টি।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে প্রার্থীদের গুণতে হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি ও জমাকে কেন্দ্র করে এ কয়দিন নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল গুলিস্তান ও আশপাশের এলাকা। ঢাকঢোল পিটিয়ে নৌকা সাজিয়ে মিছিল নিয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা।

আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রয়েছে। এই বোর্ড যাচাইবাছাই করে এবারের নির্বাচনে দলটির প্রার্থী চূড়ান্ত করবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাইবাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়ে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।
image

Leave Your Comments